সিরাজগঞ্জে মৎস্য অভয়াশ্রম (অস্থায়ী) পরিদর্শন করলেন উপ-সচিব মোহাম্মদ আহম্মেদ আলী
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে মৎস্য অভয়াশ্রম (অস্থায়ী) পরিদর্শন করলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আহম্মেদ আলী।
শনিবার সকালে (৭ডিসেম্বর-২০২৪ খ্রিঃ) সকাল সাড়ে ৮ টায় সিরাজগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আহম্মেদ আলীে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি সয়দাবাদ ইউনিয়নে ইউনিয়ন পরিষদের পাশে কোল জলাশয় মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন। এসময়ে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান , সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী এবং উক্ত অভয়াশ্রমের সুফলভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন । এর পর সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিতরণকৃত বকনা বাছুর গরু দেখতে বিভিন্ন জেলেদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। আবার রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে পরিদর্শন করেন।