সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ হোসেন আলী (ছোট্ট) ঃ সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে, ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যেদিয়ে এ কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিদেশ থেকে কৃষি বীজ নিয়ে এসে তলানি বিহীন অবস্থা থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। আর আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি নামক দলের নাম মুছে দেওয়ার চেষ্টা করেন। বিএনপি কোনো রাজনৈতিক দলের নাম মুছে দেয়ায় বিশ্বাস করে না। কিন্তু বিগত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপি নামক দলের নাম মুছে দেয়ার জন্য চেষ্টা করেছে। বাংলাদেশের সঠিক ইতিহাসকে বিকৃত করে মুজিব কন্যা সকল স্তরে মুজিবের নাম ব্যবহার করেছেন। তাই আমরা সকল স্থান থেকে মুজিবের নাম মুছে দেবো। দেশ থেকে আওয়ামী লীগ শব্দটিকে তারা মুছে ফেলবে বলে মন্তব্য করেন। আওয়ামী সরকার দেশের আলেম ওলামাদের বাক স্বাধীনতা হরণ করে বিভিন্ন সময়ে গুম/খুন/গ্রেফতার করে অনেককে দেশ ছাড়তে বাধ্য করেছেন। শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা করে লাশ গুম করেছে। স্বৈরাচার আওয়ামী সরকারের অপকর্মের পরিমাণ এত বেশি হয়েছিল যে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে গিয়েও বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা অব্যাহত রেখেছে। দেশের ছাত্র-জনতা সহ দেশপ্রেমি সকলের প্রচেষ্টায় তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে। তিনি দলের নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহ্বান জানান।
এছাড়া ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব টি,এম, শাহাদাত হোসেন ঠান্ডু, সিরাজগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাজী কোরবান আলী, সিরাজগঞ্জ সদর থানার কৃষক দলের সাধারণ সম্পাদক সবুজ, ৩ নং বহুলি ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ পৌরসভা ১৫ নং ওয়ার্ডের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ১০ নং সায়দাবাদ ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সিরাজগঞ্জ জেলা তাঁতি দলের সভাপতি আনিসুর রহমান আনিস সহ সংগঠন নেতা কর্মী উপস্থিত ছিলেন।