তাড়াশে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত।
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্তে এক আলোচনা সভা অনিষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. এরফান আহমেদ, তাড়াশ থানার ওসি আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মসগুল আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী বাঙ্গালী জাতিকে মেধা শুন্য করার জন্য নির্বিচারে মনির চৌধরী, গোবীন্দ চন্দ্র দেব, অধ্যাপক, আনোয়ার পাশা, ডা. আলিম চৌধরী সহ অসংখ্য বুদ্ধিজীবিকে হত্যা করেন। যা ছিল বাঙ্গালী জাতির জন্য অপুরণীয় ক্ষতির কারণ। আজকের এই দিনে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্বরণ করছি। তাদের আত্নত্যাগ আমরা কখনও ভুলব না।