সিরাজগঞ্জে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান—-
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ এর ২০২৪-২০২৫ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার ( ১৫ ডিসেম্বর) সকালে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ সিরাজগঞ্জের আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিথি এবং নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের গভনিং বডি সভাপতি মকবুল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত ছাত্র-ছাত্রীদেরকে বরণ ও ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, মোঃ হারুন অর রশিদ খান হাসান, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী গভনিং বডি অন্যতম সদস্য তানভীর মাহমুদ পলাশ, জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদী প্রমুখ।
এ সময়ে অত্র কলেজের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা এবং সুধীজন,গুণীজন, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিনা হাসি, সাধারণ সম্পাদক এলেমা সহ অন্যান্য নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সালমান জোয়ার্দার, আমানুল্লাহ আসিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । পরিশেষে আনন্দঘন পরিবেশে মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।