এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের সিরাজগঞ্জের নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জের নানা আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের স্মরণে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাজার স্টেশন মুক্তির সোপান পাশে বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম। এসময়ে অত্র বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মোঃ মেহেদী হাসান, মোঃ আরিফুল ইসলাম, শিক্ষক মোঃ ফজলুল হক, মোঃ হযরত আলী, আরমান সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।