নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আয়োজনে মহান বিজয় দিবস পালন
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আয়োজনে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনটির শুভ সুচনা করার পর স্বাধীনতা যুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড সয়দাবাদ বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে বিজয় সৌধে পুষ্পস্তবক এবং অফিসে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড সয়দাবাদ বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জ এর প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। এসময়ে নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, ম্যানেজার (প্রশাসন) দেওয়ান মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজার (প্রশাসন) মাহুল আল- রাব্বী সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।