বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন—–
মোঃ হোসেন আলী (ছোট্ট) – বিজয় মানে উল্লাস, বিজয় মানে চেতনা, বিজয় মানে নতুন করে, নতুন প্রজন্মের সূচনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস _৫৪ তম, দিবসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে কর্মসূচি’র মধ্যে ভোর ৬.৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
গত সোমবার ( ১৬ ডিসেম্বর) ভোর ৬.৩০ মিনিটে দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ কর্তৃক সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসুচীর সুচনা করা হয়। পৌর শহরের বাজার ষ্টেশন এলাকায় বিজয় সৌধে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুস্পস্তবক অর্পন করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. ফারুক হোসেন,, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের
পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, জেলা সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দিলীপ গৌর,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শংকর কুমার দাস, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রতন কুমার বাসফোর, পৌর সাংগঠনিক সম্পাদক মানিক কুমার দাস,সহ কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দ,।