• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline

চলনবিল অধ্যুষিত উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ধুম

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

চলনবিল অধ্যুষিত উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ধুম

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাঠে মাঠে এখন সরিষা ফুলের হলুদ গালিচায় ভরপুর। আর এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌ চাষিরা উক্ত উপজেলায় তাদের মৌমাছির খামার নিয়ে এসে নানা জায়গায় স্থাপন করেছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মধুর গুনগত মান যথেষ্ট ভালো বলে খামারিরা জানিয়েছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সুযোগ্যে কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী জানান, এবছর সরিষা মৌসুমে ১’লাখ ৯৫ হাজার ৩৫০ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয় ।
উল্লাপাড়া উপজেলায় দেশের প্রায় শতকরা ১২-১৩ ভাগ সরিষা উৎপাদন হয়ে থাকে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এটা এই অঞ্চলের কৃষকদের দ্বিতীয় অর্থকারি ফসল। তাই বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে সরিষা বপন কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে পুরো মাঠ হলুদের সমারোহে ভরপুর। মৌয়ালদের মৌ চাষের ফলে একদিকে দেশের যেমন মধুর চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি সঠিক পরাগায়নের মাধ্যমে জমিতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর জানিয়েছেন। বিগত ৭ বছর যাবত উপজেলার বিভিন্ন জায়গায় মৌ চাষিরা তাদের শত-শত মৌ বক্স নিয়ে বিভিন্ন গ্রামে জমিতে স্থাপন করে আসছে। শুরুর দিকে সরিষার ক্ষতি হবে ভেবে কৃষকেরা মৌ বক্স বসাতে আপত্তি করলেও কৃষি অফিসারের পরামর্শে এখন এলাকায় মৌ চাষ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এবছর উক্ত উপজেলায় প্রায় ২৫০০ মৌ খামারি খামার বসিয়েছে। এই সকল খামারিদের নিজস্ব তত্ত্বাবধানে রেখে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষিত বেকার এবং কর্মজীবী মানুষ তাদের কাছ থেকে খাঁটি মধু সংগ্রহ করে কিছুটা অর্থনৈতিক সচ্ছলতার চেষ্টা করছেন। তেমনি একজন উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ। তিনি উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের উধুনিয়া গ্রামের মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম ও শওগত মোল্লার জমিতে বসানো খামার গুলো নিজস্ব তত্ত্বাবধানে রেখে
দব্রমূল্যের উর্ধগতির এই বাজারে শিক্ষকতার পাশাপাশি খাঁটি মধু সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category