• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline

সিরাজগঞ্জের সলঙ্গায় চোরাই ট্রাক উদ্ধার আটক ১

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় চোরাই ট্রাক উদ্ধার আটক ১

মো. পারভেজ সরকার-

কুমিল্লা থেকে চুরি যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মায়ের আঁচল হোটেলের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান,গত ১৭ ডিসেম্বর সিলেট থেকে একটি কোম্পানির মাধ্যমে পাথর নিয়ে কুমিল্লা উদ্দেশ্য রওনা হয়। এবং গত ১৮ ডিসেম্বর বেলা ৩ টার দিকে কুমিল্লা ইপিজেডে মালামাল আনলোড করে নগদ ৬২ হাজার টাকা নিয়ে (গাড়ীর ড্রাইভার) চট্টগ্রামের উদ্দেশ্য কুমিল্লা হইতে রওনা হয়। এরপর হইতে ড্রাইভারের মোবাইল বন্ধ পাওয়া যায়। গাড়ীটির কোন সন্ধান না পাওয়ায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তালুক মদাতী গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে (গাড়ীর মালিক) মশিউর রহমান (৩৮) সদর দক্ষিণ থানা কুমিল্লায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ করার পর কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি জানায়। নিখোঁজ হওয়া ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-২৪৯১ ও ড্রাইভারের নাম রানা মিয়া।

গাড়ীটি হাটিকুমরুল থানা এলাকায় অবস্থান করছে বলে হাইওয়ে থানা পুলিশকে জানায় ও দ্রুত উদ্ধার করার জন্য অনুরোধ করেন।

তাৎক্ষণিক হাইওয়ে থানার ওসি সহ অফিসার ফোর্স নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মায়ের দোয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করে গাড়ীর ড্রাইভার রানা মিয়া কে আটক করে।এবং গাড়ীটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে ট্রাকটি চুরির উদ্দেশ্যে এ কাজটি করেছে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category