• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline

সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে থানার প্রচার অভিযান

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে থানার প্রচার অভিযান

মো. পারভেজ সরকার

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে শৃংখলা ফেরাতে ও দুর্ঘটনার বিষয়ে যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণ কে সচেতন করতে মাইকিং করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে এই প্রচার অভিযান পরিচালনা করেন।

এ সময় হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় মহাসড়কের শৃংখলা ফেরাতে ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে গোলচত্তর,বোয়ালিয়া বাজার,চান্দাইকোনা বাজার,নাটোর রোড,পাবনা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের মহাসড়কে চলাচলের বিষয়ে সচেতনতামূলক মাইকিং করেন।

এ সময় মহাসড়কে যাতে থ্রি হুইলার না চলে,ঘনকুুয়াশায় চালকদের করণীয় বিষয়ে সবাইকে অবগত করা হয়। একই সাথে ১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলে যাতে চলাচল করেন সে বিষয়ে সকলকে সচেতন করা হয়। অপরদিকে থ্রি হুইলার মালিক ও চালক দের সাথে সিরাজগঞ্জ-পাবনা রোডের সিএনজি স্ট্যান্ডের পাশে আলোচনা সভা করা হয়। আলোচনা চলাকালে তারা যাতে শৃঙ্খলা মেনে চলাচল করে সেজন্য পরামর্শ করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় থ্রি হুইলার চালক ও মালিকগণক নিয়ম মেনে চলবেন বলে একমত পোষণ করেন।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category