সিরাজগঞ্জে সুখপাখির উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ —-
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে সুখপাখির উদ্যোগে যমুনা নদীর পাদদেশে বসবাসকারী গরীব ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে বিল্ডিং টেকোনোলজি এন্ড আইডিয়াস লিমিটেড, ঢাকা এর সহযোগিতায়,
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ ক্রসবার-৩ এলাকার শীতার্ত মানুষদের মাঝে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বিতরণ করেন, সুখপাখির প্রতিষ্ঠাতা “সুখপাখি” সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ রজব আলী, “সুখপাখি” রেডলাভ এর প্রধান সমন্বয়ক মোঃ রাসেল রহমান, সদস্য সেতু, আসিফ, হামিদা ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুন রাসেল সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা।