• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
Headline

অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ইয়াং টাইগার্স বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ —
স্টাফ রিপোর্টারঃ-
শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) কর্তৃক আয়োজিত ইয়াং টাইগার্স বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান।
আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মমিন সরকার ও মাস্টার সেলিম খান।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড়রা হচ্ছে তামিম শেখ ( অধিনায়ক) ইউনুস আলী ( সহ অধিনায়ক) ,তামিম ইকবাল, হারুন অর রশিদ,মোঃ স্বাধীন, আবদুল্লাহ, মাহবুবুর রহমান, আল রাফি মিরাজ,হোসাইন রাশেদ অর্নব,বায়েজিদ হোসাইন, ইব্রাহিম হোসেন, সোহাগ, সাব্বির আহমেদ ও ইয়াসিন।
স্টান্ড বাই,দীপ্ত দাস,রাকিব খান,তাবিব ইসলাম ও রাদ শাহমাত।
কোচের দায়িত্ব রয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কোচ মোঃ হালিম বাবু এবং ম্যানেজারের দায়িত্ব রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী মোঃ রেজাউল করিম।
রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা স্টেডিয়াম এই দুই ভেন্যুর মধ্যে সিরাজগঞ্জ খেলবে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে।
এ গ্রুপে সিরাজগঞ্জের অন্য প্রতিপক্ষ দল গুলো হচ্ছে নওগাঁ, পাবনা ও নাটোর। ৩০ ডিসেম্বর উদ্বোধনী দিনে
সিরাজগঞ্জ জেলা দল প্রথম খেলায় মুখোমুখি হবে নাটোর জেলা দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category