বিশেষ সম্পাদকীয়
২০ বছরে পদার্পণ করলো দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ
——শফিক মোহাম্মদ রুমন ——–
মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে দৈনিক সিরাজগঞ্জ কষ্ঠ ২০ বর্ষে পর্দাপণ করলো। সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পন। দেশের রাজধানী ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে দৈনিক পত্রিকার সংখ্যা সহস্রাধিক। সিরাজগঞ্জ জেলা থেকেও কয়েকটি দৈনিক নিয়মিত প্রকাশ হচ্ছে। দৈনিক সিরাজগঞ্জ কষ্ঠ ১ জানুয়ারি ২০০৬ যাত্রা শুরু করে বিগত বছর গুলিতে পত্রিকা বের করতে সক্ষম হয়েছি। যা আমাদের নিজস্ব প্রচেষ্টার বাইরে গ্রাহক ও পাঠকরা সাফল্যের অংশীদার। পত্রিকার সূচনালগ্নে সবার মাঝেই একটা আকাংক্ষা ছিল জেলা শহর সিরাজগঞ্জ থেকে এমন একটি দৈনিক পত্রিকা বের হবে যেখানে আমাদের শিক্ষা সংস্কৃতি সাহিত্য ঐতিহ্যগুলো তুলে ধরা সম্ভব হবে। আমরা পাঠকের এ আকাংক্ষার মূল্যায়ন করে এক ঝাক নবীনদের নিয়ে প্রবীনদের আন্তরিক সহযোগিতা নিয়ে কাজ করে কতটুকু সফল হয়েছি তা পাঠক মহলই ভাল বলতে পারবে। ২০ বর্ষে নবযাত্রার এ শুভলগ্নে আমরা অঙ্গীকার করছি গতানুগতিক ধাচের কোন সংবাদ নয় আমরা মানুষের সুখ-দুঃখ, হাসিকান্না তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঐতিহ্য ও বিভিন্ন সমস্যা, সম্ভাবনা তুলে ধরতে সচেষ্ট থাকবো। পাশাপাশি দেশ বিদেশের সংবাদ ও মন্তব্য প্রতিবেদন আরো বেশি বেশি লেখার চেষ্টা করব। আমাদের এ অগ্রযাত্রায় সম্মানিত পাঠক, গ্রাহক, শুভানুধ্যায়ী ও অন্যান্য সহযোগীদের জানাই শুভেচ্ছা। সকলের সার্বিক সহযোগিতায় ‘দৈনিক সিরাজগঞ্জ কষ্ঠ’ তার চলার পথে এগিয়ে যাবে এ আশাবাদ আমাদের সবার। নতুন বছরটি সকলের জন্য বয়ে আনুক শান্তি সাফল্য ও অনাবিল আনন্দ। এই শুভ কামনায় শেষ করছি, আলাহ হাফেজ।