• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
Headline

আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্দোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্দোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ নারীদের মাঝে তৈজসপত্র বিতরণ। —

আজিজুর রহমান মুন্না-

সিরাজগঞ্জে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্দোগে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্দোগে ৫’শতাধিক শিশুদের মাঝে সভ উপকরণ এবং নারীদের মাঝে তৈজসপত্র বিতরণ করা হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট FBS ক্লাবের সহযোগিতায় –
শুক্রবার (৩ জানুয়ারি-২০২৫) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরএলাকার মাছুমপুর
আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা’র কার্যালয় প্রাঙ্গণে, “আলোর ধারা স্কুল” এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও তৈজসপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজমেন্ট FBS ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এ্যাপারেললস সিগনেচার লিঃ এর ব্যবস্থাপনাপরিচালক এস.এম. ফুরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মিসেস লুৎফন্নেছা ম্যানেজমেন্ট FBS ক্লাবের সদস্য গোলাম মোস্তফা পাভেল , মোঃ সানোয়ার হোসেন, আহনাফ তাহমিদ, তানভিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি শামসুল হুদা রবিন। অনুষ্ঠানে সুবিধাভোগী স্কুলের শিশু শিক্ষার্থী, মা অভিভাবকেরা সহ সাংবাদিক, সুধীজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category