সাইদুর রহমান বাচ্চুকে আবারও জেলা বিএনপির নেতৃত্বে দেখতে চান সিরাজগঞ্জের নারী সমাজ —-
শেখ মোঃ এনামুল হক- সিরাজগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সাইদুর রহমান বাচ্চুকে জেলা বিএনপির আবারো নেতৃত্বে দেখতে চায় সিরাজগঞ্জবাসী।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের খাঁন সাহেবের মাঠে “আমরা সিরাজগঞ্জবাসী” ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং নারী নেত্রীদের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তির সোপান সংলগ্ন বিজয় সৌধে গিয়ে শেষ হয়।
সমাপনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, “সিরাজগঞ্জ জেলা বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো।