সিরাজগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টারঃ-
শীতার্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে চার’শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো. রবিউল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল জোয়ারদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জু, এবং জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা তাজুল ইসলাম তাজ।
এছাড়া, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শাপলা খাতুনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। জাতীয় সদর দপ্তরের সহায়তায় পরিচালিত এই উদ্যোগটি শীতা