সীমান্ত বাজার আই,এইচ,টি কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন —–
আজিজুর রহমান মুন্না- সিরাজগঞ্জ জেলার কাজিপুর সীমান্ত বাজার আই,এইচ,টি কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করে। পরে কেককর্তন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
বুধবার ১ জানুয়ারি- বেলা ১২ টার দিকে অত্র বিদ্যাপীঠে অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা তিনি অনুষ্ঠান পরিশেষে পুরো কলেজ পরিদর্শন করেন। শিক্ষক, ছাত্র-ছাত্রীরা সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।