• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান সিরাজগঞ্জে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির ২ শীর্ষ নেতাসহ ৮জন বহিষ্কার সিরাজগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বকনা বাছুর বিতরণ বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বেলকুচিতে বর্ষবরণে বিএনপির আনন্দ শোভাযাত্রা সিরাজগঞ্জে কৃষিবিদ ইন‌স্টিটিউশনের আয়োজনে অভিষেক ও ঈদ পুন‌র্মিলনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ সম্পাদকের মাতার ১ম মৃত্যুবার্ষিকী কামারখন্দে পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা অফিসের সেবা অব্যাহত বেলকুচির মদন মোহন সেবা সদনে অভিষেক ২০২৫ অনুষ্ঠিত

কাজিপুরে দলীয় নেতাকর্মীদের সাথে কনকচাঁপার মতবিনিময়

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

কাজিপুরে দলীয় নেতাকর্মীদের সাথে কনকচাঁপার মতবিনিময়

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

শুক্রবার সকালে উপজেলার সোনামুখী বাজারে প্রথম মতবিনিময় করেন তিনি। পরে নিজ ইউনিয়ন মাইজবাড়ির ঢেকুরিয়া বাজারে মতবিনিময় করেন কনকচাঁপা।

এসময় ব্যাটারীচালিত ইজিবাইকের ওপর দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সত্যি বলতে মাইজবাড়িতে আমার কোন বাড়ি নাই। কারো যদি ভিটাবাড়ি না থাকে সেটা কি তার অপরাধ? আমি বিশ্বাস করি মাইজবাড়ির প্রত্যেকটি বাড়িই আমার বাড়ি। সারা কাজীপুরই আমার বাড়ি। আর যদি দরকার হয় আমি একটা বাড়ি করবো।’

তিনি আরও বলেন, ‘আমি কাজিপুরের মেয়ে এর মধ্যে কোন মিথ্যা নেই। আমি যেন আপনাদের পাশে থেকে ভালোবাসার প্রতিদান দিতে পারি। আপনাদের জীবন শান্তিময়-সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারি সেই জন্য আমাকে কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের লোক আপনাদের ভালোবাসি।’

এরপর নেতাকর্মীর মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার মেঘাই ও আলমপুর হয়ে চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুরে কামরুল হাসান তরুর বাড়িতে যান। সেখানেও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কনকচাঁপা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আব্দুল মালেক তরফদার স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচীব আশরাফুল আলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহিদ, ধুনট যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, সমাজসেবক কামরুল হাসান তরু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ -১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কনকচাঁপা। এবারও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category