• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline

কাজীপুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন কনকচাঁপা

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিশিষ্ট কন্ঠ শিল্পী কনকচাঁপা

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে গরীব দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে দু’হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শনিবার ( ৪ জানুয়ারি) সকাল ১১ টায় চালিতাডাংগা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ রবিউল হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলেদেন, দেশবরেণ্য বিশিষ্ট সংগীত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

অনুষ্ঠানে প্রধান অতিথি রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, একজন মানুষের জন্য একটি কম্বল সাধারণ ব্যাপার। সিরাজগঞ্জে শীতের শুরুতে যমুনা নদীর পাড়ের মানুষগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ। তাই তাদের কষ্ট লাঘবের জন্য আমার পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল উপহার ।একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত মানুষদের পাশে থেকে সহযোগিতা করার জন্য বিত্তবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
কম্বল পেয়ে অসহায় মহেলা বেওয়া বলেন,তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল, আমরা এই সময়ে কম্বল আমাগো খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে আমাগো গ্রামের মেয়ে কন্ঠ শিল্পী কনকচাঁপা।

এসময়ে কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুল রহমান বাবলু, সাবেক সাধারন সম্পাদক মোঃ লাল মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম খোকন, ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস ( সবুর), লক্ষ্মীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ কামরুল হাসান তরু, মেয়ে কামরুন্নাহার তনু সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category