• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline

আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজ এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম কে ফুলেল শুভেচছা

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
oplus_0

আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজ এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম কে ফুলেল শুভেচছা

মোঃ হোসেন আলী (ছোট্ট)- সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজ এর পক্ষ থেকে নবাগত
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়কে ফুলেল সংবর্ধনা, প্রদান করেন আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা ও অধ্যক্ষ মোঃ রেজাউল করিম,।
এসময়ে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল হালিম, সিনিয়র সহকারী অধ্যাপক মোঃ লিয়াকত আলী প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সিরাজগঞ্জ জেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিক ও ঐতিহাসিক স্থাপত্য সমৃদ্ধ এ জেলা। এবং শিক্ষা নগরী এ জেলা সিরাজগঞ্জে সরকারি ও বেসরকারি কলেজ রয়েছে। এর মধ্যে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজ অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জে নানা গুণীজন জন্মগ্রহণ করেছেন। তাদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজটি অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি আশা করি এ কলেজটিতে লেখাপড়ার মান আরো সু- বৃদ্ধি হক ও প্রসার ঘটুক। কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষকগণ ভালো ভাবে কলজে পরিচালনার ক্ষেত্রে তাদের বিশেষ অবদান রাখা দরকার।

উল্লেখ্য, গত ০৩ নভেম্বর রোববার সকালে প্রথম কর্মদিবসে যোগদান করেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে গত ৩০ অক্টোবর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে ও উপ-সচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি আবাসন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মাদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category