উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
মো: শাহাদত হোসেন,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সুমন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হয়েছেন।
নিহত চালক সুমন গাজীপুর কালিয়াকৈর থানার সাহেবপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনা থেকে ঢাকা গামী সি-লাইন একটি যাত্রীবাহী বাস রাস্তা ক্রস করে উল্টোপথে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলে ঢোকার সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরাসাইকেল চালক নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ। তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।#