খোকশাবাড়িতে বাল্যবিয়ে প্রতিরোধে “স্বপ্নসারথি” কিশোরদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে “স্বপ্নসারথি” কিশোরদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের খলিশাকুড়া রুপা’র বাড়িতে উক্ত অভিভাবক সভা পরিচালনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার (সেলপ) মো: মাসুদ রানা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ সাদ্দাম হোসেন । জেলা লিগ্যাল এইড অফিসার বলেন, জেলা লিগ্যাল এইড অফিস বিনামূল্যে যেকোন আইনে সহায়তা প্রদান করেন, উপস্থিত যারা ছিলেন তাদের সমস্যার কথা মনযোগ দিয়ে শোনেন ও আইন সহায়তার আশ্বাস দেন। এছাড়াও অভিভাবকদের তাদের কন্যা সন্তানের সুখী ও সুন্দর ভবিষ্যতে জন্য বাল্যবিয়ে নয়, প্রয়োজন শিক্ষা ও কাজের সুযোগ করে দেয়ার উপর জোর দিতে বলেন।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শেফালী বেগম, সরকারি কর্মকর্তারা, কিশোরীরা, অভিভাবক, স্থানীয়দের অনেকে।