তাড়াশে গণ্যমান্য ও সুধিজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময়
আইয়ুব আলীঃ- সিরাজগঞ্জের তাড়াশে গণ্যমান্য ও সুধিজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় ।
(মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরুন্নবী জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, উপজেলা জামায়াতের আমীর খ. ম. সাকলাইন, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মিলন হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা চলনবিলের শস্য ভান্ডার ক্ষ্যাত তাড়াশের ঐতিহাসিক স্থান ও সম্ভাবনাময় কিছু প্রামাণ্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলামের সামনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন তাড়াশে যে ধান উৎপাদন হয় তা পূরো সিরাজগঞ্জ জেলার এক বছরের চাহিদা মেটানো সম্ভব।