সিরাজগঞ্জ শহর বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আজিজুর রহমান মুন্না- তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র সার্বিক সহযোগিতায়, সিরাজগঞ্জ শহর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে, শীতার্ত গরীব অসহায় ও দুঃস্থ ৮’শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর হতে উক্ত কম্বল বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এসময়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন, শহর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া ,
সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম শহর বিএনপি মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। এসময়ে শহর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সুবিধা ভোগীরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।