সিরাজগঞ্জ প্রেসক্লাবে মরহুম আমিনুল ইসলাম চৌধুরী ও এনামুল হক খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত —-
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ প্রেসক্লাবে মরহুম আমিনুল ইসলাম চৌধুরী ও এনামুল হক খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এশার নামাজের পর প্রেসক্লাবের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীফুল ইসলাম ইন্না ও রহমত আলী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুম আমিনুল ইসলাম চৌধুরী, যিনি দৈনিক ইত্তেফাকের প্রাক্তন উত্তরাঞ্চল ব্যুরো প্রধান এবং একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং মরহুম এনামুল হক খোকন, যিনি দৈনিক প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন, তাদের অবদানের স্মৃতিচারণা করা হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।