কবি ও কবিতা পরিষদ – ঈশ্বরদীতে “আন্তর্জাতিক সাহিত্য উৎসব” এ যোগদান সন্মাননা স্মারক গ্রহণ —-
আজিজুর রহমান মুন্না –
“চেতনায় কবিতা, মননে কবিতা, চলো বহুদূর” এই প্রতিপাদ্য উক্তিকে সামনে রেখে – পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসব-২০২৫ খ্রিঃ অনুষ্ঠান উপলক্ষে প্রথম দিনে
কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জ যোগদান করে এবং সন্মাননা স্মারক গ্রহণ করে ।
শুক্রবার ( ১০ জানুয়ারি) সকাল হতে দুইদিন ব্যাপী অনুষ্ঠান পাবনা’র ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এ এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল
অডিটোরিয়ামে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৫ এ উৎসবে দেশ-বিদেশের কবি, লেখক, গুণীজনের পদচারণায় মূখরিত হয়।
এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বনার্ঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আলোচনা সভা, মনোমুগ্ধকর আবৃত্তি স্বরচিত কবিতা পাঠ, নৃত্য ও সংগীত পরিবেশন, পুরস্কার বিতরণ করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রফেসর মোঃ আখতার হোসেন, উৎসব অনুষ্ঠান উদ্বোধকও প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গবেষক ও প্রাবন্ধিক কবি মজিদ মাহমুদ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস, এম ফজলুর রহমান, মানিক পন্ডিত, ( ভারত, ), দান প্রসাদ সুবেদী নেপাল, মূখ্য সমন্নায়কারি নোঙর, ঈশ্বরদী অধ্যাপক হাসানুজ্জামান। এ অনুষ্ঠানে ভারত, নেপাল এবং দেশের কবি সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষকগণ অংশগ্রহণ করেন।
এর মধ্যে “কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জের একটি টিম সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না এর নেতৃত্বে অংশ গ্রহন করে, উপদেষ্টা কবি শ.ম. শহিদুল ইসলাম, কবি, অধ্যাপক অধ্যক্ষ আখিরা জিনাত মহল, কবি, শিক্ষিকা মিনা পারভীন, ব্যবসায়ী, সাহিত্য সাংস্কৃতিক কর্মী মোঃ জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মোঃ শহিদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট), অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ ফয়সাল হায়দার রুবেল, সদস্য শাহআলম, মোঃ বি. আলম অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান পরিশেষে,” কবি ও কবিতা পরিষদ -সিরাজগঞ্জ” সাহিত্য সংগঠন ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে যোগদান করায় সন্মাননা স্মারক দেওয়া হয়। এ সন্মাননা স্মারক গ্রহণ করেন, কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান মুন্না সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা । অনুষ্ঠানে দেশ-বিদেশের ২ শতাধিক কবি,লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের আগমন ঘটে।