ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে দিনব্যাপী জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে জেলা পর্যায়ে দিনব্যাপী ১৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ) রোজিনা আক্তার।
এ ইমাম সম্মেলনে স্বাগত বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউণ্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ মহিউদ্দিন খান।
আলোচক ছিলেন, জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মাওলানা হযরত মোঃ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন, ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ।