সিরাজগঞ্জে গণিত উৎসব: শিক্ষার্থীদের মেধা ও মননে উৎকর্ষ সাধনে গুরুত্বারোপ–_
মোঃ হোসেন আলী (ছোট্ট)-
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—স্লোগান নিয়ে শীতের শিশির ভেজা সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে আঞ্চলিক গণিত উৎসব। সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা খুদে গণিতবিদদের পদচারণে মুখর কলেজ মাঠ। আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব।
শুক্রবার ( ১৭ জানুয়ারি) সকাল ৯টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজনে ও সহযোগিতায় সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সকলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণিত উৎসব শুরু হয়। শুরুতে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মাদ নজরুল ইসলাম। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি।
উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আমরা স্বপ্ন দেখব অনেক দূর যাওয়ার। শিক্ষার্থীদের মেধা ও মননে উৎকর্ষ সাধন করতে হবে। গণিত একটি উপকরণ, নিয়মিত গণিতের চর্চা করতে হবে।’ শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখে অভিভূত হয়েছেন বলেও জানান জেলা প্রশাসক। তিনি আরও বলেন, তাঁর প্রত্যাশা, এই উত্সবের ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসময়ে উপস্থিত ছিলেন ডাচ্’ বাংলাকের সিনিয়র এসিস্ট্রেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক দর্শন মানচিত্র কুমার পাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড একাডেমিক কাউন্সিলর ফারহান উদ্দিন, মুডার্স বাংলাদেশ গণিত অলিম্পিয়াড মোঃ নুূরুজ্জামান নাহিদ, বিঙ্গান ও লেখক জাহি হোসাইন, একাডেমিক কো- অডিনেটর মীর মাহমিদ সরকার, সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধু সভা উপদেষ্টা এম এম কামরুল হাসান, প্রথম আলো রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভা সাবেক সভাপতি সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট), প্রথম আলো বন্ধু সভা সিরাজগঞ্জের সভাপতি প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক এস এম নয়ন, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ নাঈম ইসলাম, সহ- সভাপতি গোলাম রেজা রাব্বী, সাংগঠনিক জনায়েদ বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক সাথী খাতুন, রাসেল, মোঃ নাজমুইসলাম, সদস্য হাসান, ও কাউছার, মারুফা, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক তৌফিক আহমেদ প্রমুখ।