আব্দুল বারী হত্যায় জড়িত কেউ পার পাবে না জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ—-
মোঃ হোসেন আলী (ছোট্ট)- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে নিহত আব্দুল বারী এর বাসায় সমবেদনা জানাতে যান জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ।
রবিবার ( ১৯ জানুয়ারি) সকাল ১১.৩০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে নিহত আব্দুল বারী এর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ও পরিবারের খোঁজ খবর নিতে আসেন জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদ।
এ সময় তিনি বলেন, আব্দুল বারী হত্যার সাথে যারাই জড়িত হোক না কেন তারা কেউ পার পাবেনা, এটা মনে রাখবেন। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আজকে আপনাদের চোখের পানি বলেদেয় যে আপনারা কত কষ্টে আছেন। আপনারা এই বারী পরিবারের পাশে থাকবেন এবং ওনারা ভেঙ্গে পড়েছেন ওনার একমাত্র ছেলে আছেন ওনার দিকেও খেয়াল রাখবেন। এই হত্যার সাথে যারা জড়িত তারা কোন ভাবেই পার পাবেনা। তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা বিএনপি কঠোর রয়েছে।
এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এস. এম. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, বহুলী ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, সাধারণ মোঃ হায়দার আলী, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলআমীন হোসেন সহ প্রমুখ।
এছাড়াও বহুলী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষ আসামিদের ফাঁসির দাবি জানান।