প্রথম আলো ট্রাষ্টের সহযোগীতায় ও বন্ধুসভা’র আয়োজনে সিরাজগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ —–
আজিজুর রহমান মুন্না-
“প্রথম আলো” ট্রাষ্ট এর সহযোগীতায় ও বন্ধুসভা’র আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচি তামাই ও কামারখন্দে টেংরাইলে দু’শতাধিক শীতার্ত গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রবিবার (১৯জানুয়ারি-২০২৫খ্রিঃ) সকাল ১১ টায় বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এরপর দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন টেংরাইলে কম্বল বিতরণ অনুষ্ঠানে ‘প্রথম আলো’র সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গনি লিমন ও বন্ধু সভা সিরাজগঞ্জ সভাপতি প্রদীপ সাহা, পাউবো’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা রনজিৎ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছে।