রেডক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে সহ শিক্ষা কার্যক্রমের এক সমন্বয় সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রমের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত
সহ শিক্ষা কার্যক্রমের এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার।
সভায় জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ রেজাউল করিম সহ জেলার ৯ টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারগণ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম তাজ এবং যুব রেড়ক্রিসেন্টের সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত সহশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভায় যুব রেডক্রিসেন্ট এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন Slide প্রদর্শিত করা হয়। এই কার্যক্রম বিষয়ে সভায় বিভিন্ন জনের প্রশ্ন – উত্তর ও মতবিনিময় করা হয়। প্রধান অতিথি বক্তব্যের মধ্যে দিয়ে সমন্বয় সভা সমাপ্ত করা হয়।