সয়দাবাদে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এতিম দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদে ইউনিয়নে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এতিম, দুঃস্থ, অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে বারটার দিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পাঁচ শতাধিক শীতার্ত এতিম দুঃস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এ কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকার।
বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
এসময়ে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শীতার্ত এতিম, দুঃস্থ, অসহায় মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।