১৮ কোটি মানুষের হ্নদয় থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা যাবে না
– ইকবাল হাসান মাহমুদ টুকু।
স্টাফ রিপোর্টারঃ- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,পাঠ্যপুস্তক থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলে দিলেও মানুষ তাকে ভুলে নাই,দেশের ১৮ কোটি মানুষের হ্নদয় থেকে শহীদ জিয়াকে কোনদিন মুছে ফেলা যাবে না।
মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে জেলা জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভা ও শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবো,ততদিন মানুষের সেবা করবো, মানুষের সেবা করে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।
সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাশিম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।