• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
Headline
বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শারীরিকভাবে অসুস্থ ক্ষতিগ্রস্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর সিরাজগঞ্জে কন্ঠধ্বনি আবৃ‌ত্তির বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১ জনকে গ্রেফতার করেছে ডিবি সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত সিরাজগঞ্জে জামায়াত কর্মী হত্যার একযুগ পর মামলা এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন পাইকপাড়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি রফিক সরকার ও সম্পাদক সেলিম নির্বাচিত

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডঃ রফিক সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম সহ বিএনপি-জামায়াত সমর্থক পূর্ণপ্যানেল জয়ী।——-

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডঃ রফিক সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম সহ বিএনপি-জামায়াত সমর্থক পূর্ণপ্যানেল জয়ী।
বুধবার (২২ জানুয়ারী) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি ও জামায়াতপন্থী একক প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয় বলে জানান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কায়ছার আহমেদ লিটন। এনির্বাচন নিয়ে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ গ্রহণ করেনি।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডঃ কায়ছার আহমেদ লিটন জানান, ৩১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। ৩০ জানুয়ারী এ নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে ৩টি পদ ছাড়া বাকি ১৪টি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হয়। ২২ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সভাপতি পদে অ্যাডঃ কামরুজ্জামান কামাল (জাপা), সাধারণ সম্পাদক পদ অ্যাডঃ আব্দুল হামিদ (বিএনপি) ও অ্যাডঃ আমিনুল ইসলাম (আওয়ামীলীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডঃ মুজাহিদ বিন রহমান মিঠুন (জাপা) মনোনয়পত্র প্রত্যাহার করে নেন। এ অবস্থায় ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় অ্যাডঃ শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) ও অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত রফিক-সেলিম একক প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১২টিতে বিএনপি এবং সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থক আইনজীবীরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category