আব্দুল্লাহ আল-মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের খেলাধূলার ২’শ,৪’শ,৬’শ মিটার দৌড়, উচ্চ লম্ফ,দীর্ঘ লম্ফ, ভারসাম্য দৌড়, গোলক নিক্ষেপ, চোখ বেধে পাঁতিল ভাঙ্গা, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, রশি ঘুরানো, সুচে সুতা পরানো, বিস্কুট দৌড়, অংক দৌড়, শিক্ষক-শিক্ষিকাদের জন্য ভাগ্য দৌড়, কর্মচারীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ সকলের জন্য ১৬০০ মিটার দৌড় ও যেমন খুঁশি তেমন সাজো সহ প্রায় ২৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়
এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বালিশ খেলায় অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে,
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল দিনব্যাপী অত্র বিদ্যাপীঠ মাঠে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন করে, বেলুনফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্যে রাখেন , সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা নোমান আলাল প্রমুখ।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ রানা ওয়াসিম সভাপতিত্বে কলেজ পরিচালনা কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের প্রভাষক আব্দুল বাছেদ ও মনিরুল ইসলাম এবং অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন কর্মকান্ডে দায়িত্বে ছিলেন, কলেজের প্রভাষক সাখাওয়াৎ হোসেন, আমেনা খাতুন, হাদিরা খানম, আলী আক্কাছ, হাসান মোর্শেদ, বুলবুল আহম্মেদ, আবু রায়হান, গীতি কবিতা রায়, আব্দুল করিম খান, মাহমুদুল হাসান, আয়শা খাতুন, সম্পা দেব, রেহানা আহম্মেদ, খ.ম. মশিউর রহমান, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক শাহাদৎ হোসেন, সেলিনা বেগম, ফরিদুল ইসলাম, মজনু সরকার, আব্দুস ছালাম, ছাইফুল ইসলাম, আকতার হোসেন, আব্দুর রাজ্জাক, মাসুদা সুলতানা, সমাপিকা সাহা, তারিকুল ইসলাম, নীল রতন ঘোষ, মৌপিয়া ইসলাম, নিশাত জাহান, রেখা খাতুন, জুয়েল রানা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজন,গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।