ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত শিশু নির্যাতন প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব ও জীবনরক্ষাকারী আচরণসমূহ বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ—–
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত শিশু নির্যাতন প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব ও জীবনরক্ষাকারী আচরণসমূহ বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: বরমান হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ ছালাম খান, মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ),ইসলামিক ফাউণ্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:রেজ্জাকুল হায়দার,পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।