• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শারীরিকভাবে অসুস্থ ক্ষতিগ্রস্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর সিরাজগঞ্জে কন্ঠধ্বনি আবৃ‌ত্তির বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১ জনকে গ্রেফতার করেছে ডিবি সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত সিরাজগঞ্জে জামায়াত কর্মী হত্যার একযুগ পর মামলা এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন পাইকপাড়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ এর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ এর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ——
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ যমুনা বিধৌত
চৌহালী উপজেলার দূর্গমচরঞ্চলে তীব্র শীতে জনজীবনে
নিম্ন আয়ের মানুষ যখন কষ্ট পাচ্ছিল ঠিক সেই মুহুর্তে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিট।

শুক্রবার ( ২৪ জানুয়ারি) হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিট উওরাঞ্চলের আর্থিক সহযোগিতায় ও সিরাজগঞ্জ ইউনিটের আয়োজনে
দুপুরে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের চর ছলিমাবাদ, ( ভূতের মোড়), পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, যমুনা নদীর তীরবর্তী এলাকার পূর্ব পাড়ে কয়লা উচ্চ বিদ্যালয়, ও দত্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যবর্তী এলাকায় অসহায় গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের (বিএসসি)। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিট ও কো- ওর্ডিনেটর, উওরাঞ্চলের সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত তুলেদেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফেরদৌস হাসান বলেন,দূর্গমচরঞ্চলে তীব্র শীতে জনজীবনে অত্যান্ত কষ্টকর, হয়ে পড়েছ। এ অঞ্চলের মানুষ গুলোর যমুনা নদীর পাড়ের অবস্থিত গ্রামগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ।
এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। তাই তাদের কষ্ট লাঘবের জন্য হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ তারা এসেছে শীতার্ত মানুষদের সহযোগিতা করতে এবং তাদের পাশে দাঁড়াতে। তাই
শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আমাদের জেলা প্রশাসন পক্ষ থেকেও এ ধরনের পদক্ষেপ নেয়া হয়। তেমনি অন্বেষণ মুক্ত স্কাউট দলটি অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছে।এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এস এ টিভি জেলা প্রতিনিধি রহমত আলী,
অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইচী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিলন সেখ,
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অন্যতম সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট), মোঃ নাজমুল ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ বার্তা স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, চরসলিমাবাদ গ্রামের মুরুব্বী মোঃ নাইবুল ইসলাম, চৌহালী উপজেলা কালবেলা উপজেলা প্রতিনিধি, ইমরান হোসেন আপন, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী হান্নান মোর্শেদ রতন,।


আপনার মতামত লিখুন :
More News Of This Category