সিরাজগঞ্জে “তারুণ্য উৎসব” উপলক্ষ্যে আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” “তারুণ্যের উৎসব-২০২৫” খ্রীঃ এ উপলক্ষ্যে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আকাশে শান্তির প্রতিক পায়রা কবুতর ও বেলুনফেস্টুন উড়ানো হয়। এ টূর্ণামেন্ট ফুটবল খেলায় মোট ৮টি কলেজ অংশ গ্রহণ করে ।
প্রধান উপদেষ্টা কার্যালয়ের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে,
রবিবার(২৬ জানুয়ারি) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী খেলায় কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ ১-০ গোলে সলঙ্গা ডিগ্রি কলেজকে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি লাভ করে অপরদিকে, দ্বিতীয় খেলায় কোনাবাড়ী শহীদ বুলবুল ডিগ্রি কলেজ মাঠে অনুপস্থিত থাকায় বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উন্নতি লাভ করে।
এ ফুটবল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা’র সাবেক সাধারণ সম্পাদক হারুন- অর-রশিদ খান হাসান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে’র অধ্যক্ষ মহসিন রেজা, সলঙ্গা ডিগ্রি কলেজে’র অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম,জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট, কাজিপুর উপজেলা বিএনপি’র সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু,ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ, মোঃ আলামিন সেখ, হামিদুল হক খোকন প্রমুখ।
খেলা পরিচালনা করেন, সাবেক ফুটবলার রেফারি রেজাউল করিম খোকন, সহকারী রেফারি আবু হানিফ ও মোখলেছুর রহমান এবং চতুর্থ রেফারি ছিলেন, হাফিজুল ইসলাম ধারা বর্ণনায় ছিলেন, ধারাভাষ্যকার প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ।