• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
Headline
বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শারীরিকভাবে অসুস্থ ক্ষতিগ্রস্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর সিরাজগঞ্জে কন্ঠধ্বনি আবৃ‌ত্তির বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১ জনকে গ্রেফতার করেছে ডিবি সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত সিরাজগঞ্জে জামায়াত কর্মী হত্যার একযুগ পর মামলা এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন পাইকপাড়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন , বিএনসিসি,স্কাউট, রেডক্রিসেন্ট ও ক্রীড়াবিদ দের মার্চপাস্ট ও অভিবাদন জ্ঞাপন,প্রধান অতিথি কর্তৃক প্রতিযোগিদের শপথ গ্রহণ, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, প্রধান অতিথি ভাষণ ও উদ্বোধন ঘোষণা, উদ্বোধনী ফেস্টুন উড্ডয়ন, মশাল পরিভ্রমণ, ক্রীড়া কার্যক্রম শুরু, পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় হতে দিনব্যাপী অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম খাঁন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও স্কুলের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মচারীসহ আমন্ত্রিত অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দর্শকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম ও মেহেদী হাসান এবং অন্যান্য শিক্ষক খেলা পরিচালনা করেন।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়- ক-গ্রুপ (৩য়ও ৪র্থ শ্রেণি) * ২০০ মিটার দৌড়, * মোরগযুদ্ধ, *বিস্কুট দৌড়,* অঙ্ক দৌড়। খ- গ্রুপ (৫ম ও ৬ষ্ঠ শ্রেণি)- * ১০০ মিটার দৌড়, *২০০ মিটার দৌড়, *মোরগ যুদ্ধ, *অঙ্ক দৌড়। গ- গ্রুপ ( ৭ম ও ৮ম শ্রেণি)-* ১০০ মিটার দৌড়, *২০০মিটার দৌড়, *দীর্ঘ লাফ, *উচ্চ লাফ, *গোলক নিক্ষেপ। ঘ- গ্রুপ (৯ম ও১০ম শ্রেণি)*২০০ মিটার দৌড়, *৪০০ মিটার দৌড়, *দীর্ঘ লাফ, *উচ্চ লাফ, *গোলক নিক্ষেপ,* চাকতি নিক্ষেপ এই ১৯টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো’ (শিক্ষামূলক) শিক্ষক ও শিক্ষিকাদের খেলা ( ঝুড়িতে বল নিক্ষেপ),পুরুষ অতিথিদের দৌড়, মহিলা অতিথিদের দৌড়,মহিলা অতিথিদের ব্যান্ডের তালে তালে বল পাচার,কর্মচারীদের দৌড়, এবং আমন্ত্রিত নারীদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা বলেন, প্রতিবছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় । স্কুলের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান। বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category