ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে,
সোমবার (২৭ জানুয়ারি) সকালে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম তিনি পবিত্র শবে মেরাজের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনায় বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর সান্নিধ্যে লাভ করে তার উম্মতের জীবন কে ধন্য করেছেন। নামাজের মাধ্যমে আমরা তাহার কাছে মাথা নত করি। আল্লাহ তায়ালা তাতেই খুশি হন। তিনি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে কুরআন হাদিসের আলোকে জীবন গড়ার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.মোঃ হারিছ উদ্দিন।
আলোচক এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন , জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
এসময়ে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক সহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।