সিরাজগঞ্জের যমুনার চরে বাফুফের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সাবেক এমপি রুমানা মাহমুদ।
যমুনার চর ২-১ গোলে কাওয়াকোলা পরাজিত করে।
স্টাফ রিপোর্টারঃ-
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই নশ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার বিকালে সিরাজগঞ্জের যমুনা নদী বিধৌত কাওয়াকোলা চরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে চরের খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ।
যমুনার চর একাদশ এবং কাওয়াকোলার চর একাদশের মধ্যে তারুণ্যের উৎসবের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুল হাসান হিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক,প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তাজ মোহাম্মদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি রেজাউল করিম মিয়া দিলীপ, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সাবেক নির্বাহী সদস্য আলামিন শেখ।
প্রীতি ফুটবল ম্যাচে যমুনার চর একাদশ ২-১ গোলে কাওয়াকোলা চরকে পরাজিত করে।
যমুনার চরের পক্ষে দুটি গোলই করেন হাসান ( জার্সি ৯) ও কাওয়াকোলা চরের একমাত্র গোলটি করেন শাউন ( জার্সি নং ৮)
খেলা পরিচালনা করেন রেফারি আবু হানিফ,সহকারী রেফারি আজমহর আলী ও সুলতান মাহমুদ। চতুর্থ রেফারি মোঃ হাফিজ।
ধারা বর্ণায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।
খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।