সিরাজগঞ্জে এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন
আজিজুর রহমান মুন্না-
রবিবার সকালে সিরাজগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের আওতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছুমপুর এনডিপি এনজিওর শাখা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি, সিরাজগঞ্জ এর অতিরিক্ত উপপরিচালক মশকর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান। এছাড়াও এনডিপি বাস্তবায়িত কৈশোর কর্মসূচির আওতাধীন ছেলেমেয়েরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর এমন উদ্যোগ খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে নিরাপদ খাদ্য দিবসের তাৎপর্যের উপর রচনা এবং কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং ৬ জন বিজয়ী কিশোরীকে পুরস্কার প্রদান করা হয়।