সিরাজগঞ্জে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
রোববার (২ফেব্রুয়ারি) রাত সোয়া দুইটার দিকে সলঙ্গায় রামারচর এলাকায় রয়েল রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে র্যাব-১২ এর অভিযানে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মোঃ মইজুল ইসলামের ছেলে এনামুল হক (২৫) ও মৃত শাহাদত হোসেনের ছেলে সাইফুদ্দিন হোসেন ওরফে সাইফ (২৪)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নি