সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সেলিমসহ নির্বাচিত সব নেতৃবৃন্দ শপথ নিয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি’র হল রুমে তাদেরকে সপথ বাক্য পাঠ করান সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন।
এর আগে ২১ জানুয়ারি ২০২৫ সেশনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে বিএনপি ও জামাত সমর্থিত আইনজীবীরা সব পদে বিজয় লাভ করেন।
দসিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন সাংবাদিকদের জানান, ৩১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩০ জানুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে ৩টি পদ ছাড়া বাকি ১৪টি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হয়। ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সভাপতি পদে অ্যাডভোকেট কামরুজ্জামান কামাল (জাপা পন্থি), সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল হামিদ (বিএনপি পন্থি) ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম (আওয়ামী লীগ পন্থি) এবং ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মুজাহিদ বিন রহমান মিঠুন (জাপা পন্থি) মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।
এ অবস্থায় ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি পন্থি) ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম (জামায়াত পন্থি) সমর্থিত রফিক-সেলিম একক প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।