সিরাজগঞ্জ শহর ১৩, ১৪ও ১৫নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ শহরের ১৩, ১৪ও ১৫নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ মার্চ ২০২৫), সোমবার সকাল ১১টায় সিরাজগঞ্জ মিরপুর উচ্চ বিদ্যালয়ে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড বিএনপির সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে এ যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যৌথ মতবিনিময় সভায় সিরাজগঞ্জ ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাঈদ সুইট।
যৌথ মতবিনিময় সভায় সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভুইয়া ও সাবেক সাধারন সম্পাদক মুন্সি জাহেদ আলম এর সার্বিক সহযোগিতায় এযৌথ মতবিনিময় সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন সিরাজগঞ্জ ওলামা দলের সাবেক সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনুবী হোসাইনী।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক যুগ্ম যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দ্দার, জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
এ-সময় সিরাজগঞ্জ শহর বিএনপি ও ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।