সিরাজগঞ্জে কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনে অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত —
স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখা’র অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর আলোচনা সভা, দুপুরে মধ্যাহৃ ভোজ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে,
সোমবার (১৪ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটরিয়াম হলরুমে উক্ত অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি মোঃ হাবিবুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. মেহেদী হাসান।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জিয়াউল হায়দার হাসেমী পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় কমিটি’র মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস টি আহমেদ, বগুড়া অঞ্চলের নির্বাহী কমিটির সভাপতি এ. কে. এম. মঞ্জুর আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাভোকেট এস.এম. নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, ডিঅ্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আজমল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবাহান সরকার।
এ আনন্দ উৎসব অনুষ্ঠানে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখা’র কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।