সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা বাঁধন ইউনিটের ২৮ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র্যালি, কেক কর্তন ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী ছোট্ট ঃ- ” আটাশের আহ্বান নিঃস্বার্থ হোক রক্তদান অগ্রযাত্রার ” এই প্রতিপাদযকে সাৃনে রেখে সিরাজগঞ্জে আত্ম মানবতা সংগঠন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা বাঁধন ইউনিটের উদ্যোগে আনন্দ র্যালি, কেক কর্তন ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ২৮ বছর পূর্তি উৎসব
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা বাঁধন ইউনিটের আয়োজনে বনার্ঢ্য র্যালি, কেক কর্তন ও বৃক্ষ রোপন করা হয়।এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান বলেন, পরিবেশের স্বাভাবিকতা ও ভারসাম্যের প্রয়োজনে এবং সভ্যতার বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। মানুষের জীবন–জীবিকার জন্যও বৃক্ষ অতীব গুরুত্বপূর্ণ। বৈষয়িক প্রয়োজনেও তাই বৃক্ষরোপণ করা একান্ত দরকার। আজকে
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা বাঁধন ইউনিটের ২৮ তম, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সুন্দর আয়োজন করেছে বৃক্ষ রোপন কর্মসূচি অনেক প্রশংসনীয় এ উদ্যোগ আমি তাদের সফলতা কামনা করছি। তারা গরীব দুঃখীদের রক্ত নিয়ে কাজ করে থাকে। আজকে এই কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন করছে। যেকোনো ফল ও ফসল উৎপন্ন হলেই তা মানুষের কল্যাণ বয়ে আনে। ইসলামে ফল বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সওয়াবের কাজ হিসেবে সদকায়ে জারিয়া বা অবিরত দানরূপে আখ্যায়িত করা হয়েছে। তেমনিভাবে জীববৈচিত্র রক্ষার জন্য বনজ–ঔষধি বৃক্ষ খুব প্রয়োজন। আসুন, আমাদের নিজের প্রয়োজনে হলেও একটি করে বৃক্ষ রোপণ করি।
এছাড়াও এসময়ে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শফিকুল ইসলাম শফিক, হিসাববিজ্ঞান বিভাগের জহুরুল ইসলাম বাবু সিরাজগঞ্জ সরকারি কলেজ আহ্বায়ক এস.এম জুয়েল রানা,
সিরাজগঞ্জ সরকারি কলেজের বাঁধন ইউনিটের সিনিয়র সভাপতি সিয়াম আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক আহাদ সহ- কলেজ ছাত্র দল শাখার সদস্যরা ও বাঁধনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।