পাবনার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস আর নেই : আজ বাদ আসর জানাজা : সর্বত্র শোকের ছায়া
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি, দেশের বিশিষ্ট শিল্পপতি, পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, লতিফ গ্রæপ অব কোম্পানীজের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস (৮৬) বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —রাজিউন)। তিনি দুই ছেলে বিশিষ্ঠ শিল্পপতি আক্তার বিশ্বাস ও আব্দুল মতিন বিশ্বাস, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুল লতিফ বিশ্বাস ছিলেন ঢাকার বাইরে সর্বপ্রথম পাবনার পরিকল্পিত আবাসন ব্যবসায়ের অগ্রনায়ক এবং মনসুরাবাদ উপশহরের প্রতিষ্ঠাতা। আজ বৃহস্পতিবার বাদ আসর পাবনার আরিফপুর সদর গোরস্তান ঈদগাও মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুর খবরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তিনি একজন খ্যাতনামা শিল্পপতি, সমাজসেবক ও মানবতার নিবেদিত প্রাণ সৈনিক ছিলেন। জীবদ্দশায় তিনি নানা ব্যাবসায়, ধর্মীয় ও সমাজ-কল্যাণ মুলক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তার মধ্যে উল্লেখ যোগ্য প্রতিষ্ঠান ও সংগঠন হলো, মনসুর আলী বিশ্বাস ওয়াকফ এষ্টেটের মোতয়াল্লী, সাবেক সভাপতি, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, সাবেক সহ-সভাপতি, পাবনা রাইফেলস ক্লাব, আজীবন সদস্য, বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা, আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, পাবনা ইউনিট, সভাপতি, আরিফপুর জে ইউ এস ফাজিল ডিগ্রী মাদ্রাসা, পাবনা, মহাসচিব, মর্জিনা-লতিফ ট্রাষ্ট, সাবেক সহ-সভাপতি, পাবনা সেবা হাসপাতাল।
এছাড়া পাবনাসহ দেশের আবাসন শিল্প, ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন কর্মকান্ডে তাঁর অসামান্য অবদান রয়েছে। এছাড়াও মসজিদ -মাদ্রাসা, শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে মরহুম আব্দুল লতিফ বিশ্বাস এঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আসর পাবনা সদর গোরস্থান ঈদগাহ ময়দানে মরহুমের নামাযে জানাজা শেষে তাকে আরিফপুর গোরস্থানে দাফন করা হবে।
আব্দুল লতিফ বিশ্বাসের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা, সিনিয়র সহসভাপতি আলহাজ ফরিদুল ইসলাম, সহসভাপতি আলহাজ রাসেদুজ্জামান রাসেদসহ ১৯ পরিচালক, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক শফিক মোহাম্মদ রুমন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার আসর পাবনা সদর গোরস্থান ঈদগাহ ময়দানে মরহুমের নামাযে জানাজা শেষে তাকে আরিফপুর গোরস্থানে দাফন করা হবে।