সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শনিবার শহরের জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু । নব- নির্বাচিত দের শপথ পাঠ করান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান টি এ হামিদ তানহা।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক শফিক মোহাম্মদ রুমন নব নির্বাচিত পরিচালক হাজী আব্দুস সাত্তার সহ সকল পরিচালক বৃন্দ, চেম্বার অব কমার্স এর নির্বাচনী আপীল বোর্ড এর চেয়ারম্যান পিপি রফিক সরকার। নব নির্বাচিত দের হাতে সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী লুইপা সহ অন্যরা।