ইসলামিয়া সরকারি কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে
মতবিনিময় করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
স্টাফ রিপোর্টারঃ- সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ও রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামিয়া সরকারি কলেজের ছাত্র -ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর ২০২৫) দুপুরে শহরের ইসলামিয়া সরকারি কলেজেের আয়োজনে কলজে
অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামিয়া সরকারি কলেজেের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস -সাঈদ।
মতবিনিময় সভায় শুরতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিয়া সরকারি কলজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ. ম. রকিবুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম – সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ,
ইসলামিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল ওয়াহাব মিয়া, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহীন কবীর, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ খাদিজা সুলতানা, সহকারী অধ্যাপক কাজী জান্নাতুল ফেরদৌস জাহান, রাষ্ট্র বিগান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক হাবিবা আক্তার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মির্জা সুলতান মাহমুদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিপন, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ আবু তালহা, উদ্ভিদ বিভাগের প্রভাষক মোঃ শাহীন রেজা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু রায়হান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ফিন্যান্স বিভাগের প্রভাষক মোঃ শহিদুল ইসলাম,সহ কলেজে ছাত্র দল, শাখার নেতা কর্মী ও রোভার স্কাউটস, গার্লস ইন রোভার এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।